আল মিরফা ভ্রমণ (Al Mirfa Travel)

আল মিরফা (AL MIRFA) সমুদ্র সৈকত ভ্রমণ

মিরফা বিচ, আরব আমিরাতে অন্যতম নির্জন সৈকত।
বিচের অন্যান্য সুবিদাধি বেশ সাজানো-গোছানো। সাগরে গোসলের শেষে মিঠা পানিতে গোসল এবং পা ধোয়ার জন্য অনেক গুলো শাওয়ার টেন্ট আছে। আছে নামাজের জায়গা এবং ওয়াকওয়ে।
২/৩ মিনিটের ড্রাইভিং দূরত্বে আছে সুপার-মার্কেট, ক্যাফেটেরিয়া এবং পার্ক। মাছ ধরার জন্য অনুমতি থাকলে ছিপ নিয়ে বসে যেতে পারবেন। গ্রিল/BBQ করার জন্য আছে আলাদা ব্যবস্থা।

আরও পড়ুন
best-seat-in-flight-bangla

উড়োজাহাজে সবচেয়ে ভাল/খারাপ বসার জায়গা কোনটি?

বিমানের টিকেট কাটার সময় কোনটি বেশি খেয়াল করা হয় ? টিকেটের দাম নাকি প্লেনে কোথায় বসলে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাবে।

আরও পড়ুন