Skip to content
উপকরণ:
- ডিম ৩টি
- গুঁড়া দুধ আধা কাপ,
- ময়দা ১ কাপ
- চিনি আধাকাপ,
- বেকিং পাউডার সামান্য,
- এলাচ গুঁড়া সামান্য,
- তেল ৫-৬ টেবিল চামচ
প্রণালী:
- প্রথমে ডিম ফেটিয়ে তাতে চিনি দিয়ে আবার ভাল মত ফেটাতে হবে
- শুকনো উপকরন ময়দা , বেকিং পাউডার , লবন এক সাথে মিশিয়ে চেলে নিতে হবে ৷
- এরপর তাতে ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ একসঙ্গে ডিমের মিশ্রণে মিশিয়ে নিন।
- মিশানো হয়ে গেলে আবার তেল দিয়ে মিশ্রণটিকে ভাল মত মিশাতে হবে (বেশি ঘনও না আবার বেশি পাতলাও না )।
- মিশ্রন তৈরি হয়ে গেলে মাঝারি আচে প্যান গরম করবেন ।
- প্যান গরম হলে আঁচ একদম কমিয়ে মিশ্রণটি আপনার ইচ্ছামতো শেপে ঢালুন ।
- এ বার ঢাকনা দিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করলে উপরের পিঠে বুদবুদ উঠলে প্যানের কেক উল্টিয়ে দিন।
- এবার ঢাকনা দেয়ার প্রয়োজন নেই । বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিন।